শাহরাস্তিতে মুদি দোকানে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার

শাহরাস্তিতে মুদি দোকানে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, মালামাল উদ্ধার

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

শাহরাস্তিতে মুদি দোকানে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, মালামাল উদ্ধার

জাহাঙ্গীর আলম ভূইয়া :  চাঁদপুরের শাহরাস্তিতে একটি পাইকারি মুদি দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ ২০২৫) বিকেল ৫টার দিকে ঠাকুর বাজারে অবস্থিত ‘মেসার্স আলাউদ্দিন স্টোর’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের কর্মচারী মোঃ আরমান হোসেন (২২) কৌশলে গোডাউনের চাবি সংগ্রহ করে ভেতরে প্রবেশ করেন এবং বিভিন্ন মালামাল সরিয়ে একটি পিকআপ ভ্যানে তোলার চেষ্টা করছিলেন। এ সময় দোকান মালিক ও তার ছেলে ঘটনাস্থলে উপস্থিত হলে চুরির বিষয়টি ধরা পড়ে। তারা দ্রুত আরমানকে ধরে ফেলেন এবং তার কাছ থেকে চার বস্তা চাল, দুই বস্তা চিনি ও একটি পিকআপ ভ্যান জব্দ করেন।

ঘটনার খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরমানকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং তার সহযোগী হিসেবে মোঃ দুলাল (৩৮) ও মীর হোসেন (৪৬)-এর নাম প্রকাশ করে। পরে পুলিশের একটি দল বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, অভিযুক্তদের কাছ থেকে আরও কিছু চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ২০০ লিটার সয়াবিন তেলের একটি ড্রাম, চারটি খালি তেলের ড্রাম এবং দুটি বালতিভর্তি ১৫ কেজি চিনি।

এ ঘটনায় দোকান মালিক থানায় অভিযোগ দায়ের করলে শাহরাস্তি থানায় মামলা নং-১৩, তারিখ: ১৬ মার্চ ২০২৫, ধারা: ৪৬১/৩৮১/৪১১/৩৪ পেনাল কোড অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাহরাস্তি থানার ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অতীতেও একাধিক চুরির অভিযোগ রয়েছে এবং তাদের চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *