শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটর মেকানিকের করুণ মৃত্যু

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটর মেকানিকের করুণ মৃত্যু

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটর মেকানিকের করুণ মৃত্যু

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটর মেকানিকের করুণ মৃত্যুজাহাঙ্গীর আলম ভূইয়া : শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোটর মেকানিকের করুণ মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে রায়হান হোসেন (২৬) নামে ওই মোটর মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়। শনিবার (১২ জুলাই) দুপুরে পৌরসভার সেনগাঁও গ্রামের নিজ বাড়িতে এই দুঃখজনক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রায়হান হোসেন একটি মাল্টিপ্লাগে সংযোগ দেওয়ার সময় হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে পড়েন। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। দ্রুত তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়হান ছিলেন পেশাদার মোটর মেকানিক এবং একজন সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে এবং এলাকাবাসীর মাঝেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার সময় তিনি নিজ ঘরে বৈদ্যুতিক কাজ করছিলেন। অসাবধানতাবশত সরাসরি বিদ্যুৎ প্রবাহের সংস্পর্শে এসে প্রাণ হারান তিনি।

এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

স্থানীয়রা মনে করছেন, নিরাপত্তাবিধি মেনে ঘরে বৈদ্যুতিক কাজ না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ পেশাদার ইলেকট্রিশিয়ান দিয়ে করানোর পরামর্শ দেন।

এ ঘটনায় একটি প্রাণ ঝরে গেলেও এলাকাবাসী যেন ভবিষ্যতে সচেতন হয়, এমনটাই প্রত্যাশা।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *