শাহরাস্তিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালালেন বর, প্রশাসনের হস্তক্ষেপে থেমে গেল বাল্যবিয়ে

শাহরাস্তিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালালেন বর, প্রশাসনের হস্তক্ষেপে থেমে গেল বাল্যবিয়ে

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

শাহরাস্তিতে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালালেন বর,

শাহরাস্তিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালালেন বর, প্রশাসনের হস্তক্ষেপে থেমে গেল বাল্যবিয়েস্টাফ রিপোর্টার : শাহরাস্তিতে প্রশাসনের  উপস্থিতি টের পেয়ে পালালো বর।  প্রশাসনের দ্রুত পদক্ষেপে বন্ধ হয়ে গেল এক কিশোরীর বাল্যবিয়ে। দশম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর বিয়ের আয়োজন চলছিল ঠিক তখনই, যখন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উপজেলা প্রশাসনের একটি টিম।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ এপ্রিল), চিতোষী পশ্চিম ইউনিয়নের হাড়িয়া গ্রামের দোয়াবাড়িতে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

তিনি জানান, বাল্যবিবাহের গোপন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নির্দেশে একটি অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে বরপক্ষ দ্রুত বিয়ের স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় জনপ্রতিনিধি, গুণীজন এবং পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলে বিয়ের আয়োজন বন্ধ করেন। শিক্ষার্থীর মা লিখিতভাবে অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি তাকে বিয়ে দেবেন না।

এই অভিযানে সহযোগিতা করে শাহরাস্তি থানার পুলিশ সদস্যরাও। প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে সচেতনতা ও প্রশংসা দুটোই বেড়েছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *