শাহরাস্তিতে পরপর দুটি চুরির ঘটনায় আটক ৩ যুবক
জাহাঙ্গীর আলম ভূইয়া : শাহরাস্তিতে পরপর দুটি ঘরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পৃথক এ দুই ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী চুরি হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশের অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।
প্রথম চুরির ঘটনা ঘটে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তরপাড়া এলাকার প্রবাসী মনির হোসেনের বাড়িতে।
ঘটনার সময় পরিবারটি পার্শ্ববর্তী ফেরুয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিল।
এই সুযোগে চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে স্টিলের সুকেসে রাখা প্রায় আট ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
যার মধ্যে ছিল ৬ জোড়া কানের দুল, ৪টি গলার চেইন ও ৩টি আংটি। প্রাথমিকভাবে এগুলোর বাজারমূল্য ১০ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ঘরের অন্যান্য সামগ্রীও চুরি হয়।
ঘটনার পরদিন সকালে ফিরে এসে পুরো পরিবার চুরির বিষয়টি প্রত্যক্ষ করে। পরে গৃহকর্তার স্ত্রী চামেলী আক্তার (৩৫) শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন তিন যুবককে শোরশাক উত্তরপাড়া সৌদিয়া মার্কেটের সামনে থেকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃতরা হলেন—
স্থানীয় বাসিন্দা মো. জাকির হোসেন (২০), মো. রকি (২০) ও মো. পিয়াস হাসান (২২)। পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদ করছে।
অন্যদিকে একই উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর গ্রামে আরো একটি চুরির ঘটনা ঘটে।
প্রবাসী কামরুজ্জামান বাচ্চুর বাড়িতে শুক্রবার দুপুরে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
গৃহকর্ত্রী হাসিনা আক্তার (৫৫) রোববার সকালে বাড়ি ফিরে দরজা-জানালার অবস্থা ও এলোমেলো ঘরদোর দেখে বিষয়টি বুঝতে পারেন।
পরে অনুসন্ধানে দেখা যায়, ঘরের আলমারিতে রক্ষিত ৫ ভরি স্বর্ণালঙ্কার, যার মধ্যে ছিল ৩টি নাকের ফুল, ২টি চুড়ি ও ১ জোড়া কানের দুল, চুরি হয়ে গেছে।
এছাড়াও চুরি হয় নগদ ৫০ হাজার টাকা, একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এবং কিছু প্রসাধনী সামগ্রী। এসবের সম্মিলিত মূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা বলে জানানো হয়েছে।
থানায় অভিযোগ
এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী কামরুজ্জামান বাচ্চু অজ্ঞাতপরিচয় চোরদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, উভয় চুরির ঘটনার তদন্ত চলছে এবং পলাতক অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ প্রশাসন স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে,
সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ দেখলেই তাৎক্ষণিকভাবে থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।

