শাহরাস্তিতে কিশোর গ্যাংয়ের হোতা মিজান আটক

শাহরাস্তিতে কিশোর গ্যাংয়ের হোতা মিজান আটক

উপজেলা সংবাদ শাহরাস্তি উপজেলা স্লাইড

শাহরাস্তিতে কিশোর গ্যাংয়ের হোতা মিজান আটক

শাহরাস্তিতে কিশোর গ্যাংয়ের হোতা মিজান আটকশাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তিতে কিশোর গ্যাংয়ের হোতা মিজান আটক হয়েছে। যৌথ বাহিনীর গোপন অভিযানে মো. মিজানুর রহমান (৩৬) নামে এই কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার (৫ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ দল শাহরাস্তিতে অভিযান চালায়। অভিযানে মিজানকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট জাবিদ আরও বলেন, চাঁদপুর জেলায় সন্ত্রাস ও অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় জেলার বিভিন্ন স্থানে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্যমতে, মিজান দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিল এবং তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *