শাহরাস্তিতে কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
জাহাঙ্গীর আলম ভূইয়া : শাহরাস্তিতে কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে ১৮ মে (রোববার) টামটা উত্তর ইউনিয়নের বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে।
প্রাপ্ত তথ্যমতে, বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নেয়ামত উল্লাহ জোহরের নামাজ আদায় করে অফিসে ফিরলে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ ক্ষিপ্ত হয়ে তার ওপর শারীরিকভাবে হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, তাকে ঘুষি ও কিল মেরে রক্তাক্ত করেন প্রধান শিক্ষক।
পরবর্তীতে সহকর্মীদের সহায়তায় নেয়ামত উল্লাহকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ভুক্তভোগী নেয়ামত উল্লাহ বলেন, “আমি নামাজ পড়ে অফিসে ফিরতেই স্যারের রাগের কারণ বুঝে উঠতে পারিনি।
হঠাৎ করেই তিনি আমাকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করেন।”
ঘটনার পর তিনি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তার মোবাইল ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে এর আগেও নানা ধরনের অভিযোগ রয়েছে।
অতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাকে বিদ্যালয় থেকে সাময়িকভাবে বিরত রাখতে বাধ্য হয়েছিলেন শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
পরে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে তিনি পুনরায় স্কুলে যোগদান করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করবে বলে আশা করছেন স্থানীয়রা।

