শাহমাহমুদপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক

শাহমাহমুদপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক

উপজেলা সংবাদ সদর উপজেলা

শাহমাহমুদপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক

শাহমাহমুদপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠকওমর শরীফ : চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ” গঠনের লক্ষ্যে এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ইউনিয়নের মান্দারী কাজী বাড়ির আঙিনায় এ বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার তপন বেপারী।

বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম, সমতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমাজ গঠনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি তিনি স্বাস্থ্যসচেতনতা, বিশেষ করে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন নিবন্ধন, শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, দুঃস্থ শিশুদের প্রাথমিক শিক্ষা, মানবপাচার ও মাদক প্রতিরোধ, ইভটিজিং রোধ, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে আলোচনা করেন। এছাড়া পরিবেশ সংরক্ষণ, বিনিয়োগ বিকাশ, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমনসহ নারী শিক্ষা ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দৈনিক আদি বাংলার মফস্বল সম্পাদক মো. রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর শরীফ, জেলা তথ্য অফিসের অফিস সহকারী আবুল বাশার, ৩নং ওয়ার্ড বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি আবু জাফর মিজি এবং এলাকার অর্ধশতাধিক নারী অংশগ্রহণকারী।

স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এ বৈঠকটি তথ্যপ্রবাহ ও জনসচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *