শহরে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার : শহরে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শহরের ইলিশ চত্বর এলাকায় পরিচালিত এক নজরদারি অভিযানে ভোক্তাদের অধিকার লঙ্ঘনের অভিযোগে ওই দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, একটি রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে এবং পুরনো মাংস ও কাবাব সংরক্ষণ করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে।
এসব অভিযোগে আবরার রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ রুটি সংরক্ষণ করে বিক্রির চেষ্টা করায় অরেঞ্জ ক্যাফেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
দুই প্রতিষ্ঠানই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করেছে।
অভিযানের অংশ হিসেবে এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়।
এ সময় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।
এর মধ্যে ছিল—পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারীর বিরুদ্ধে সতর্কতা।
এ অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করে, যা পুরো কার্যক্রমকে নির্বিঘ্ন করতে সহায়তা করে।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

