শনিবার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার : শনিবার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি আয়োজন করছে ‘কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’।
কাল শনিবার, ৭ রমজান, সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ইব্রাহীম খলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া।
এই প্রতিযোগিতার সভাপতিত্ব করবেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মোঃ আবদুর রহমান গাজী। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে এবং তাদের প্রতি সামাজিক সহমর্মিতা ও উৎসাহ বৃদ্ধি পাবে।

