লক্ষীপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
স্টাফ রিপোর্টার : লক্ষীপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ১১ মার্চ দুপুরে এই পরিদর্শনকালে তিনি পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণের কল্যাণে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্দেশ দেন, ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে তাদের জন্য ভিজিএফ কার্ড প্রদান নিশ্চিত করতে হবে, যাতে তারা রমজান মাসে প্রয়োজনীয় সহায়তা পান। তিনি জোর দিয়ে বলেন, স্মার্ট কার্ডধারীরা টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন, তবে যাদের স্মার্ট কার্ড নেই, তারা এই সুবিধা পাবেন না। এছাড়া, আগামী ১৭ তারিখের পর ট্রাক সেলের মাধ্যমে ইউনিয়নের দুটি বাজারে টিসিবির পণ্য বিক্রি করা হবে, যেখানে স্মার্ট কার্ডের মাধ্যমে যে কেউ ভোগ্যপণ্য কিনতে পারবেন।
তিনি আরও বলেন, রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল দলের ভালো ব্যক্তিদের সমন্বয়ে কাজ করার পরামর্শ দিয়ে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার বাজার দর স্থিতিশীল রাখতে নির্দিষ্ট মূল্যে বিভিন্ন পণ্য বিক্রির নির্দেশনা দিয়েছে। তিনি উপস্থিত সবাইকে জানিয়ে দেন, ডিম প্রতি পিস ৯.৫০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা, গরুর মাংস ৬৮০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেউ অতিরিক্ত দাম চাইলে প্রতিরোধ গড়ে তোলার এবং প্রয়োজন হলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
এই পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, সহকারী কমিশনার (গোপনীয় শাখা) নাজমুল হুদা, ইউনিয়ন প্রশাসক মুকবুল হোসেন, সচিব রাকিবুল হাসান, হিসাব সহকারী রোবেনা আক্তার, ইউনিয়ন ভূমি সহকারী শাহানা আক্তারসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


