যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরে চাঁদাবাজ মোস্তফা কামাল গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ মো. মোস্তফা কামাল (৪৫) গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন।
এ বিষয়ে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসী মোস্তফা কামালকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর তত্ত্বাবধানে চাঁদপুর জেলায় সশস্ত্র সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে বহু অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

