যৌথ বাহিনীর অভিযানে পুরানবাজার থেকে গাঁজাসহ চার মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার : যৌথ বাহিনীর অভিযানে পুরানবাজার থেকে গাঁজাসহ চার মাদক কারবারি আটক করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও চাঁদপুর সদর মডেল থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—রাসেল (৩৬), আরিফ (২৭), মাসুদ (৩০) এবং রোজাফর মিয়া (৩৫)। অভিযানে অংশ নেওয়া বাহিনীর সদস্যরা তাদের পুরানবাজার এলাকা থেকে আটক করেন।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মাদকদ্রব্যসহ তাদেরকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান-পরবর্তী প্রতিক্রিয়ায় লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, “মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে সেনাবাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, স্থানীয়দের সহযোগিতায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন অভিযানগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করে যাচ্ছে যৌথ বাহিনী, যা সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

