মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, ২ জন নিহত

মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, ২ জন নিহত

উপজেলা সংবাদ মতলব উত্তর উপজেলা স্লাইড

মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, ২ জন নিহত

স্টাফ রিপোর্টার : মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, ২ জন নিহত। চাঁদপুরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালু  নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গুলিবিনিময়ের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ ও মোহনপুর সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুরের মতলব থানার রিফাত (২৯) এবং রাসেল (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালু উত্তোলনের ক্ষেত্রে মুন্সিগঞ্জের কালীরচর গ্রামের কানা জহির গ্রুপ এবং কিবরিয়া মিজি গ্রুপের মধ্যে বিরোধ ছিল। ৫ আগস্ট সরকারের পতনের পর, কিবরিয়া মিজি গ্রুপ চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় বালু উত্তোলন করতে শুরু করেছিল। অন্যদিকে, কানা জহির গ্রুপও একই কাজ করতে গিয়ে বিরোধে জড়ায়। সংঘর্ষের সময়, কিবরিয়া মিজি গ্রুপের সদস্যরা এবং পুলিশ সদস্যরা গুলি চালান, এতে রিফাত, রাসেল এবং স্পিডবোট চালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হন।

চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, “ঘটনাটি আমার এলাকার মেঘনাবক্ষে হয়নি, তবে মুন্সিগঞ্জ জেলার পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।” মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ হোসেন জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে দুইজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *