মেঘনায় অবৈধ বালু বহনের দায়ে বাল্কহেডসহ আটক ৪
স্টাফ রিপোর্টার : মেঘনায় অবৈধ বালু বহনের অভিযোগে একটি বাল্কহেডসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চাঁদপুর সংলগ্ন রাজরাজেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন চাঁদপুর এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু বহনকারী একটি বাল্কহেড আটক করা হয় এবং সেখানে থাকা চারজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের চাঁদপুর নৌথানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের এই অভিযান অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

