মার্কিনিদেরও কিছু দুর্ভোগ পোহাতে হতে পারে : ট্রাম্প

মার্কিনিদেরও কিছু দুর্ভোগ পোহাতে হতে পারে : ট্রাম্প

আন্তর্জাতিক সংবাদ প্রধান সংবাদ

মার্কিনিদেরও কিছু দুর্ভোগ পোহাতে হতে পারে : ট্রাম্প

সংবাদ ডেস্ক :  মার্কিনিদেরও কিছু দুর্ভোগ পোহাতে হতে পারে : ট্রাম্প। মেক্সিকো-কানাডা ও চীনের ওপর শুল্কারোপের পর আসন্ন বাণিজ্য যুদ্ধে মার্কিনিদেরও সামান্য সময়ের জন্য  পোহাতে হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (২ ফেব্রুয়ারি) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, চীন, মেক্সিকো এবং কানাডার মতো অন্যান্য দেশগুলো দশক ধরে ‘যুক্তরাষ্ট্রকে লুটপাট’ করছে। যুক্তরাষ্ট্রের আগের অবস্থান ফিরিয়ে আনতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাগরিকদের সামান্য দুভোর্গ পোহাতে হতে পারে জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের হয়তো কিছু সময়ের জন্য সামান্য কষ্ট হতে পারে, এবং মানুষ তা বোঝে।

আবার নাও হতে পারে।’

তিনি বলেন, প্রায় প্রতিটি দেশের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। আমরা এই বিষয়টি পরিবর্তন করতে যাচ্ছি। বহু বছর ধরে এটি চলে আসছে যেটি খুবই অন্যায্য।

তিনি বলেন, আমরা বছরের পর বছর ধরে সবাইকে সাহায্য করে আসছি। এবং সত্যি কথা বলতে আমি মনে করি না যে তারা এটির প্রশংসা করে।

এরআগে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের বিরুদ্ধে ২৫ শতাংশ ও চীনের বিরুদ্ধে ১০ শতাংশ শুল্কারোপ করে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। এ ঘটনায় ক্ষোভ, দুঃখ ও অনিশ্চয়তার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এতে মেক্সিকো ও কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের অংশীদারত্বে ফাটল ধরার শঙ্কা তৈরি হয়েছে। চীনের সঙ্গেও সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *