মানুষের সেবায় কাজ করে যেতে চান আনোয়ার হোসেন খোকন

 মানুষের সেবায় কাজ করে যেতে চান আনোয়ার হোসেন খোকন

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাজীগঞ্জ উপজেলা

pic-hazijonj-01 মানুষের সেবায় কাজ করে যেতে চান আনোয়ার হোসেন খোকন

হাজীগঞ্জ প্রতিনিধি :   মানুষের সেবায় কাজ করে যেতে চান আনোয়ার হোসেন খোকন।

হাজীগঞ্জে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

তিনি বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান।

দীর্ঘ ৪৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি এবং আন্তর্জাতিক পর্যায়ে দলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।

সুখে নয়, দুঃখের সময় আপনাদের পাশে থাকতে চাই। উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, আর আমি চাই এই এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে।”

গতকাল হাজীগঞ্জ বাজারের ফুডলাভার্স রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার মাহফিলে তিনি আরও বলেন,

“তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ আরও শক্তিশালী হয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

উপস্থিত নেতৃবৃন্দ

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী,

বিএনপি নেতা লেফটেন্যান্ট কর্নেল (অব.) করিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির খান,

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান লিটন,

শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, শাহরাস্তি পৌর বিএনপি নেতা হোসেন মিয়াজী,

শাহরাস্তি বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন মামুন,

টিপু সুলতান জমিদার, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম,

চাঁদপুর জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির, সাবেক ছাত্র নেতা ইয়াসির আরাফাত অনিক, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মোশারফ হোসেন টুটুল, সাবেক সদস্য সচিব শাহজাহান সম্রাট, সাবেক যুগ্ম আহ্বায়ক শারাফাত হোসেন, শ্রমিকনেতা হাছান ইমরোজ, উপজেলা যুবদল নেতা মো. কাজী শাহাদাত, পৌর ছাত্রনেতা মাইনুদ্দিন তপুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই ইফতার মাহফিলের মাধ্যমে নেতাকর্মীরা তাদের ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরেন এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *