মাদকবিরোধী দিবসে চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার : মাদকবিরোধী দিবসে চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মাদকের আগ্রাসন, প্রতিরোধেই সমাধান’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) চাঁদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাদক একটি ভয়াবহ ব্যাধি, যা ব্যক্তিকে ধ্বংসের পথে ঠেলে দেয়। মাদকাসক্ত ব্যক্তিকে পরিবার, সমাজ বা রাষ্ট্র কেউই সম্মান করে না।
আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে হবে। এজন্য অভিভাবকদের সতর্ক থাকতে হবে সন্তানের চলাফেরা, বন্ধুবৃত্ত এবং কার্যকলাপের প্রতি।
যদি কোনো শিক্ষার্থী অস্বাভাবিক আচরণ করে, তাৎক্ষণিক অভিভাবকদের জানানো প্রয়োজন যাতে তারা সঠিক দিকনির্দেশনা দিতে পারে।”
তিনি আরও বলেন, “মাদক গ্রহণ করা মানে নিজের হাতে বিষ পান করার সমান। এটি দেহকে ক্রমশ অকেজো করে তোলে এবং মৃত্যু ডেকে আনে। মাদকের কোনো সুফল নেই। আমাদের কেউ যেন এই সর্বনাশা পথে না যায়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন,
জেলা নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান রনি,
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম এবং বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।
আয়োজনটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান। স্বাগত বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

