মহামায়ায় প্রতিবন্ধী ব্যক্তির পাশে ‘প্রভাতের আলো’ প্রকল্প

মহামায়ায় প্রতিবন্ধী ব্যক্তির পাশে ‘প্রভাতের আলো’ প্রকল্প

উপজেলা সংবাদ প্রধান সংবাদ সদর উপজেলা

মহামায়ায় প্রতিবন্ধী ব্যক্তির পাশে ‘প্রভাতের আলো’ প্রকল্প

মহামায়ায় প্রতিবন্ধী ব্যক্তির পাশে ‘প্রভাতের আলো’ প্রকল্পস্টাফ রিপোর্টার : মহামায়ায় প্রতিবন্ধী ব্যক্তির পাশে ‘প্রভাতের আলো’ প্রকল্প । দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থা তার ‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’-এর মাধ্যমে দরিদ্র ও অসহায় ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে। এই প্রকল্পের আওতায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের অর্থনৈতিক সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়।

‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ উদ্যোগের মাধ্যমে সুবিধাভোগীদের জন্য ব্যবসার পুঁজি, রিকশা, সেলাই মেশিন, গবাদি পশু এবং অন্যান্য উপার্জনক্ষম সম্পদ সরবরাহ করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (২১ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং তার টং দোকানের জন্য প্রয়োজনীয় মালামাল দেওয়া হয়েছে।

উপকৃত ব্যক্তির নাম শরীফ হোসেন, যিনি পশ্চিম লোধেরগাঁও গাজী বাড়ির বাসিন্দা এবং মকবুল হোসেনের ছেলে। সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং-এর সভাপতি মোবারক হোসেন গাজী, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সংগঠনের সহ-সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমান, সদস্য জাহিদুল ইসলাম আকাশ, আরজু আহমেদ, সিয়াম আহমেদ ও মেহেরাব হোসেন নোবেল।

অনুষ্ঠানে উপস্থিত সবাই শরীফ হোসেনের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং তার স্বাবলম্বী হওয়ার এই প্রয়াসকে স্বাগত জানান। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দোতলা শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির। এই উদ্যোগ সমাজের অন্যান্য অসহায় মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *