মসজিদ ও মাদ্রাসায় স্মৃতিময় যুব সংঘের বিশুদ্ধ পানির ফিল্টার উপহার

মসজিদ ও মাদ্রাসায় স্মৃতিময় যুব সংঘের বিশুদ্ধ পানির ফিল্টার উপহার

উপজেলা সংবাদ সদর উপজেলা স্লাইড

মসজিদ ও মাদ্রাসায় স্মৃতিময় যুব সংঘের বিশুদ্ধ পানির ফিল্টার উপহার

মসজিদ ও মাদ্রাসায় স্মৃতিময় যুব সংঘের বিশুদ্ধ পানির ফিল্টার উপহারস্টাফ রিপোর্টার : মসজিদ ও মাদ্রাসায় স্মৃতিময় যুব সংঘের বিশুদ্ধ পানির ফিল্টার উপহার দেয়া হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব রামদাসদী গ্রামে একটি ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিময় যুব সংঘ।

সংগঠনটি এলাকার মসজিদ ও মাদ্রাসায় নামাজ পড়তে আসা মুসল্লি

এবং কোমলমতি শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা বিবেচনায় রেখে বিনামূল্যে পানির ফিল্টার বিতরণ করেছে।

রোববার (৮ জুন) সংগঠনটির পক্ষ থেকে গ্রামের পাঁচটি মসজিদ এবং তিনটি মাদ্রাসায় ফিল্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম হিসেবে মোট আটটি টেবিল ও টি-মগ বিতরণ করা হয়।

বিতরণকালে স্মৃতিময় যুব সংঘের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যেসব প্রতিষ্ঠান উপকৃত হয়েছে :

ফাতেমা জিনাত হাফেজিয়া মাদ্রাসা, বাইতুন নূর জামে মসজিদ, মদিনাতুল উলুম জামে মসজিদ, বাইতুল ইমাম জামে মসজিদ,

নূরুল কোরআন মাদ্রাসা, হাছান আলী বেপারী বাড়ি জামে মসজিদ, বাইতুল মোকাররম জামে মসজিদ, জামালুর কোরআন মাদ্রাসা।

প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, ইমাম ও স্থানীয় জনগণ এমন মানবিক সহায়তার জন্য সংগঠনটিকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

তারা জানান, “এলাকায় স্মৃতিময় যুব সংঘের মতো একটি অরাজনৈতিক, মানবকল্যাণমূলক সংগঠন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে—এটি আমাদের জন্য গর্বের বিষয়।”

স্মৃতিময় যুব সংঘের একাধিক সদস্য জানান, “গ্রীষ্মের এই তীব্র গরমে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

শিক্ষার্থীরা যেন সুস্থ ও নিরাপদভাবে পানি পান করতে পারে এবং মুসল্লিরাও যেন নামাজের সময় পরিশুদ্ধ পানি পান করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

সংগঠনটি আরও জানায়, স্থানীয় প্রবাসী ভাই ও হৃদয়বান ব্যক্তিদের অর্থায়ন ও সহায়তায় তারা এই উদ্যোগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন।

মানবিকতার পথচলায় স্মৃতিময় যুব সংঘ

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি স্মৃতিময় যুব সংঘ তাদের যাত্রা শুরু করে।

শুরুতে তারা গ্রামের যুবকদের রক্তদানে উদ্বুদ্ধ করা থেকে শুরু করে পরবর্তীতে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, অসুস্থ ও দরিদ্রদের আর্থিক সহায়তা,

বৃক্ষরোপণ ও বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে।

সম্প্রতি সংগঠনটি একজন অসহায় মায়ের ভেঙে যাওয়া ঘর মেরামত করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সদস্যরা বলেন, “আমরা বিশ্বাস করি, সমাজে ভালো কাজের প্রসার ঘটাতে হলে সকলের অংশগ্রহণ প্রয়োজন।

তাই আগামীতে আমরা চাই আরও বেশি সংখ্যক মানুষ আমাদের পাশে থাকুক—ভবিষ্যতে যেন এই ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে বাস্তবায়ন করা যায়।”

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *