মধ্য বাখরপুর তাকওয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্টার : মধ্য বাখরপুর তাকওয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মধ্য বাখরপুর গ্রামে নির্মাণাধীন ‘তাকওয়া জামে মসজিদ’-
এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিলের মাধ্যমে একটি নতুন ধর্মীয় অধ্যায়ের সূচনা হলো।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে এ মহতী উদ্যোগের শুভ সূচনা হয়।
মসজিদটি নির্মাণে প্রবাসী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় ভূমিকা দেখা গেছে, যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে নতুনভাবে জাগ্রত করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক যুগান্তরের সিটি এডিটর এবং ক্র্যাবের (CRAB) সাবেক সভাপতি মিজান মালিক।
মসজিদ নির্মাণ কার্যক্রমে তার অবদান এবং পৃষ্ঠপোষকতা উল্লেখযোগ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর গাছতলার পীর হজরত মাওলানা আলহাজ্ব খাজা অলিউল্লাহ।
তিনি বলেন, “দেশে অসংখ্য মসজিদ গড়ে উঠছে, কিন্তু মুসল্লিদের উপস্থিতি আশানুরূপ নয়।
আমাদের উচিত মসজিদমুখী জীবনধারা গড়ে তোলা। এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি হতে পারে একটি সমাজকেন্দ্রিক আলোকিত প্রতিষ্ঠান।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হজরত মাওলানা মোঃ ইব্রাহিম এবং মসজিদ কমিটির সেক্রেটারি শাহ আলম ঢালী।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নেন।
মসজিদ নির্মাণ কাজের সফলতা কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যাতে উপস্থিত সবাই অংশগ্রহণ করেন। এ উদ্যোগ ভবিষ্যতে এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

