মতলব হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে : ইউএনও

মতলব হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে : ইউএনও

উপজেলা সংবাদ মতলব দক্ষিণ উপজেলা

মতলব হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে : ইউএনও

মতলব হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে : ইউএনওআমির খসরু প্রধান : মতলব হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও আমজাদ হোসেন

উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

এ লক্ষ্যে ২৭ আগস্ট (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

সভায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সামাজিক অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

পাশাপাশি সরকারি হাসপাতাল এলাকায় দালালচক্রের অবাধ কার্যকলাপ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

ইউএনও আমজাদ হোসেন বলেন

জনগণের নিরাপত্তা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে স্থানীয় জনগণেরও সমানভাবে ভূমিকা রাখতে হবে। সবাই মিলে কাজ করলে যেকোনো সমস্যা মোকাবিলা সহজ হবে।”

সভায় আরও আলোচনা হয়— শহরের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, বাজারে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখা, শহরের পরিচ্ছন্নতা রক্ষা এবং উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নের মতো বিষয় নিয়ে।

সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত একটি ঘটনার প্রসঙ্গে ইউএনও বলেন, অপরাধীর শাস্তি আইন অনুযায়ী হবে।

তবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সুযোগ থাকলেও কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে।

এছাড়া ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো বা অসন্মানজনক ছবি ছড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেওয়া হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ সভায় বক্তব্য রাখেন। তিনি মাদক নির্মূল ও ইভটিজিং প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় মতলব পৌরসভার প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন খান,

উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ পাটোয়ারী, ডায়াগনস্টিক ও প্রাইভেট হাসপাতাল সমিতির সভাপতি মোজাম্মেল হক খোকন,

মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু, প্রভাষক আইনুন নাহার কাদরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় একটি বিশেষ মুহূর্ত তৈরি হয় যখন মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদকে ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় উপস্থিত সদস্যরা ধন্যবাদ ও অভিনন্দন জানান।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *