তলব নারায়ণপুর বাজারে মূল্যবৃদ্ধি রোধে মোবাইল কোর্ট

মতলব নারায়ণপুর বাজারে মূল্যবৃদ্ধি রোধে মোবাইল কোর্ট, পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব দক্ষিণ উপজেলা

04-1-620x330মতলব নারায়ণপুর বাজারে মূল্যবৃদ্ধি রোধে মোবাইল কোর্ট

মতলব দক্ষিণ প্রতিনিধি :   মতলব নারায়ণপুর বাজারে মূল্যবৃদ্ধি রোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।  পবিত্র মাহে রমজানকে ঘিরে বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ ও স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সোমবার (৩ মার্চ) ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনার শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দোকানে তদারকি করা হয়।

এসময় মূল্যতালিকা না টাঙানো এবং উচ্চ মূল্যে পণ্য বিক্রির অভিযোগে পাঁচটি মুদিদোকানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নীতিমালা মেনে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। পাশাপাশি অভিযানের সংবাদ সংগ্রহে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, “বাজারে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালিত হবে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *