মতলব দক্ষিণে সম্পন্ন হলো তিনদিনব্যাপী ভূমি মেলা

মতলব দক্ষিণে সম্পন্ন হলো তিনদিনব্যাপী ভূমি মেলা

উপজেলা সংবাদ মতলব দক্ষিণ উপজেলা

মতলব দক্ষিণে সম্পন্ন হলো তিনদিনব্যাপী ভূমি মেলা

মতলব দক্ষিণে সম্পন্ন হলো তিনদিনব্যাপী ভূমি মেলাজাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণে সম্পন্ন হলো তিনদিনব্যাপী ভূমি মেলা। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মতলব দক্ষিণ উপজেলাতেও অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা

গত ২৫ মে শুরু হওয়া এই মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হয় ২৭ মে, সোমবার।

মেলার শেষ দিনে সরেজমিনে মতলব দক্ষিণ উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা যায়, মেলা ঘিরে ছিল ব্যাপক জনস্রোত।

সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবার সুবিধা নিতে ছুটে আসেন। বিশেষ করে ই-নামজারি,

খতিয়ানের অনলাইন সার্টিফায়েড কপি সংগ্রহ, মৌজার ম্যাপ প্রাপ্তি ও বিভিন্ন প্রশ্নের সমাধান নিতে আগ্রহ দেখা যায় সেবা প্রত্যাশীদের মধ্যে।

উল্লেখযোগ্য বিষয় হলো, কোনো প্রকার হয়রানি ছাড়াই সরাসরি নাগরিকরা প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পেরেছেন।

এই মেলায় ভূমি ডিজিটালাইজেশন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতেও জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীদের জানানো হয় কীভাবে অনলাইনের মাধ্যমে

ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা সহজে পাওয়া যায়, এবং কীভাবে নিয়মিত ভূমি কর প্রদান করে নিজেদের জমির মালিকানা সুরক্ষিত রাখা সম্ভব।

সোমবার বিকেল ৪টায় ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এ সময় পৌর ভূমি সহকারী কর্মকর্তা,

বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ধরনের উদ্যোগ সাধারণ জনগণের মাঝে ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি ডিজিটাল সেবার প্রসারে সরকারি উদ্যোগকে আরও দৃঢ় করছে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *