মতলব দক্ষিণে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা স্কাউট ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষালয়ের মতলব দক্ষিণ উপজেলা শাখার শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষালয়ের শুভ উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্কাউটসের সম্পাদক ইমরান হোসেন খান, শোভা সঙ্গীতায়নের পরিচালক অধ্যাপক দুলাল পোদ্দার, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম এবং উদীচী মতলব দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের পরিচালক প্রান্ত সেন চৌধুরী।
আয়োজনের শুরুতে আমন্ত্রিত অতিথিরা মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে শিক্ষালয়ের শিক্ষার্থীরা একে একে নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তোলে।
সাম্প্রতিক সময়ে শিল্প-সংস্কৃতির চর্চা ও বিকাশে এ ধরনের প্রতিষ্ঠানের উদ্যোগকে স্থানীয় সংস্কৃতিমনাদের কাছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। “সপ্তরূপা নৃত্য শিক্ষালয়”–এর মতলব দক্ষিণ শাখা উদ্বোধনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিল্পী তৈরির পথ আরও সুগম হলো বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

