মতলব দক্ষিণে যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ তিনজন আটক
জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণে যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে যৌথ বাহিনী ফেন্সিডিল ও গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (২৭ জুন) উপজেলার নায়েরগাঁও ব্রজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনীর একটি টিম ও মতলব দক্ষিণ থানা পুলিশের এসআই একরামুল হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় তাদের হেফাজত থেকে ২ বোতল ফেন্সিডিল ও ৪৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—নায়েরগাঁও বাজার এলাকার মৃত কার্তিক সাহার ছেলে নারায়ণ সাহা (৬৫), বকচর গ্রামের মৃত মোজ্জাফর হোসেনের ছেলে বাবুল তালুকদার (৫২), এবং ষোলদানা গ্রামের মৃত ছাদেল প্রধানের ছেলে শাহাদাত হোসেন।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মদ জানান, “মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ে এসব অভিযান আরও জোরদার করা হবে।”
অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয় গড়ে তোলায় এলাকাবাসীর মাঝে আশার আলো জেগেছে। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের যৌথ তৎপরতা মাদক বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে।

