মতলব দক্ষিণে জাতীয় ফল মেলার বর্ণাঢ্য উদ্বোধন

মতলব দক্ষিণে জাতীয় ফল মেলার বর্ণাঢ্য উদ্বোধন

উপজেলা সংবাদ মতলব দক্ষিণ উপজেলা

মতলব দক্ষিণে জাতীয় ফল মেলার বর্ণাঢ্য উদ্বোধন

মতলব দক্ষিণে জাতীয় ফল মেলার বর্ণাঢ্য উদ্বোধনজাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণে জাতীয় ফল মেলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই অনুপ্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২৫।

বুধবার (২ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমজাদ হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পালের সভাপতিত্বে এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত উপ-সহকারী

কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ,

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজীব কিশোর বণিক, যুব উন্নয়ন কর্মকর্তা,

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাসিন হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবুল হাসনাত, পাট উন্নয়ন কর্মকর্তা প্রমুখ।

আয়োজকদের মতে, জাতীয় ফল মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশীয় ফলের পুষ্টিগুণ ও পরিবেশবান্ধব উপকারিতার কথা সাধারণ জনগণ,

বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। মেলায় বিভিন্ন প্রজাতির দেশি ফল প্রদর্শনের মাধ্যমে ফলের বৈচিত্র্য ও সম্ভাবনা সম্পর্কে অবহিত করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

তাছাড়া, নিজের বাড়িতে ফলের গাছ লাগানো শুধু পরিবারকেই উপকৃত করে না, বরং এটি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, এ জাতীয় ফল মেলা শুধু প্রদর্শন নয়, বরং ফল চাষে উদ্বুদ্ধকরণ এবং কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *