মতলব দক্ষিণে কৃষকদলের নির্বাচিত কমিটি নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণে কৃষকদলের নির্বাচিত কমিটি নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে।
উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন কৃষকদলের নবনির্বাচিত কমিটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে উপজেলা কৃষকদল।
এই অভিযোগের প্রেক্ষিতে ১৪ জুন (শুক্রবার) বিকেলে দক্ষিণ নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী বলেন, “দলের গঠনতন্ত্র অনুসরণ করে ৫ মে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সাধারণ সম্পাদক পদে লোকমান হোসেন সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহপরান কোনো ভোট পাননি।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. ফয়েজ মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।”
তবে নির্বাচনে পরাজিত মো. শাহপরান নির্বাচিত সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে ঘিরে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করা হয়।
তার দাবি, লোকমান হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অথচ লোকমান নিজেই স্পষ্টভাবে জানান,
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দেশে-বিদেশে দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং তার তাৎপর্যপূর্ণ প্রমাণও রয়েছে।
হানিফ পাটোয়ারী বলেন বক্তব্য
এ প্রসঙ্গে উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কৃষকদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে। আমরা মনে করি, এটি একটি সংগঠিত ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করে দলীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
কৃষকদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হলে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আমির খসরু প্রধান, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল পাটোয়ারী,
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম বিল্লাল হোসেন মোল্লা, উপজেলা কৃষকদলের সহসভাপতি রেজাউল করিম মুকুল,
ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফয়েজ মোল্লা, সাধারণ সম্পাদক লোকমান বেপারী
এবং শ্রমিকদল নেতা আক্তার বেপারীসহ ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়েছেন, বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং ভবিষ্যতে এমন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

