মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির সাথে প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির সাথে প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

উপজেলা সংবাদ মতলব উত্তর উপজেলা

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির সাথে প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির সাথে প্রশাসনের শুভেচ্ছা বিনিময়মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পৃথকভাবে  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চক্রবর্তী এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। এ সময় তারা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতির কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ইউএনও’র কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং থানার ওসি কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, সহ-সভাপতি জাকির হোসেন বাদশা, সালাউদ্দিন দেওয়ান ও ইসমাইল খান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান দুলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম আলামিন, সদস্য খোলাম নবী খোকন, লতিফ মিয়াজি, মমিনুল ইসলাম, মুরাদ দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে এ ধরনের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করবে এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *