মতলব উত্তরে যৌথ অভিযান: যাত্রীবাহী ট্রলার থেকে ৯৭টি চায়না দুয়ারি চাঁই জব্দ
মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তরে যৌথ অভিযান: যাত্রীবাহী ট্রলার থেকে ৯৭টি চায়না দুয়ারি চাঁই জব্দ করা হয়েছে। শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বাংলাবাজার থেকে নাছিরাকান্দি (মরা পদ্মা) অভিমুখে যাত্রা করা ট্রলারটিতে অবৈধভাবে বহন করা চায়না দুয়ারি চাঁই ধরা পড়ে। অভিযানে জব্দকৃত সব চাঁই দ্রুত পুড়িয়ে নষ্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, অবৈধ ও ক্ষতিকর এই প্রজাতির চাঁই ধ্বংস করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মৎস্য সম্পদের সুরক্ষায় এই ধরনের কার্যক্রম অপরিহার্য এবং স্থানীয় মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এই অভিযান নদীর পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে। মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ এই উদ্যোগ ভবিষ্যতেও অবৈধ মাছ ধরার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানান কর্তৃপক্ষ।

