মতলব উত্তরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে খাদ্য বিতরণ
মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে সরকারি মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলার প্রান্তিক মৎস্য চাষীদের জন্য সুখবর—২০২৪-২০২৫ অর্থবছরে চলমান অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত এই জনগোষ্ঠীর সহায়তায় সরকারি উদ্যোগে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ সহযোগিতা কার্যকর হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত ১০১ জন প্রান্তিক মৎস্য চাষীকে ২৫ কেজি করে মাছের খাদ্য বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, পাশাপাশি স্থানীয় সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, মাহবুব আলম লাভলু ও ফারুক হোসেনসহ মৎস্য চাষীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, “গতকালকের অতিবৃষ্টির কারণে উপজেলার বহু মৎস্য চাষী জ্বালিমুঠোতে পড়েছেন। যদিও বিতরণকৃত মাছের খাদ্য ক্ষতির তুলনায় কম, তবুও এটি একটি সামান্য সহায়তা যা সরকার থেকে তারা পাচ্ছেন। আমরা সবসময় প্রান্তিক চাষীদের পাশে দাঁড়াতে প্রস্তুত।”
অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের হাতে মাছের খাদ্য তুলে দেওয়া হয়, যা তাদের ক্ষতিগ্রস্ত মাছের চাষ পুনরায় শুরু করতে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

