মতলব উত্তরে অজ্ঞান অবস্থায় যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : মতলব উত্তরে অজ্ঞান অবস্থায় যুবকের লাশ উদ্ধার হয়েছে।
উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ফারজানা বেগম নামের এক নারী প্রথমে রাস্তায় একজন অচেতন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।
তিনি দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানান, যার পরিপ্রেক্ষিতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে সংবাদ পেয়ে মতলব উত্তর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
তিনি মৃতদেহটি তল্লাশি করে লুঙ্গির ভাঁজে রাখা একটি মোবাইল ফোন উদ্ধার করেন। সেই ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয় এক নারীর সঙ্গে,
যিনি নিজেকে নিহত যুবকের স্ত্রী হিসেবে পরিচয় দেন। এরপর নিশ্চিত হওয়া যায়, মৃত যুবকের নাম বিল্লাল মিয়া (২৬)।
বিল্লালের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বিথঙ্গল গ্রামে হলেও তিনি বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।
পেশায় তিনি একজন মাছের হকার ছিলেন এবং যাত্রাবাড়ির আড়ত থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন।
তার স্ত্রী রিজমা আক্তার জানান, ঘটনার দিন সকালে প্রতিদিনের মতোই মাছ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বিল্লাল।
তবে কীভাবে তার মৃত্যু হলো, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”
স্থানীয় এলাকাবাসী এবং প্রশাসনের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে লাশের পরিচয় শনাক্ত হওয়ায় স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালে।

