মতলবের মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
মতলব দক্ষিণ প্রতিনিধি ॥ মতলবের মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাজারের আবদুল বাতেনের চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন এবং দমকল বাহিনীর সহযোগিতা চান।
খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে বাজারের অন্যান্য শতাধিক দোকান আগুনের ছোবল থেকে রক্ষা পায়।
তবে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- আবদুল বাতেনের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল,
আনাসের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম স্টোর ও কসমেটিকস,
নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইলের দোকান, সাজুর পানের দোকান এবং নুরুর ফলের দোকানসহ মোট ১২টি প্রতিষ্ঠান।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে সম্পূর্ণ তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের আবেদন জানিয়েছেন।

