মতলবের দণি লাধিক টাকার গাছের চারা কর্তন
মতলব দক্ষিণ প্রতিনিধি ॥ মতলবের দণি লাধিক উপজেলার দণি নলুয়া গ্রামে আদালতের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে লাধিক টাকার গাছের চারা কর্তন করে বিনষ্ট করে দিয়েছে প্রতিপরা।
ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে হুমায়ুন কবিরের খরিদকৃত (নলুয়া মৌজার বিএস ৫৪৬ নং খতিয়ানে ২৯৫৩ নং দাগে)
২৪ শতাংশ জায়গার মধ্যে রোপনকৃত বিভিন্ন জাতের গাছের চারা জোরপূর্বক কেটে বিনষ্ট করে একই এলাকার সেকান্দরের ছেলে রহমত উল্লাহ,
তার ছেলে হাসান ও হোসেনসহ অনেকে। এ ঘটনা নিয়ে এলাকায় দুপরে মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তিগ্রস্ত হুমায়ুন কবির বাদী হয়ে মতলব দণি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়,তফসিলকৃত জায়গাটি হুমায়ুন কবিরের খরিদকৃত এবং ওই দখলীয় জায়গাটিতে বিভিন্ন জাতের মুল্যবান গাছের চারা রোপন করেন তিনি।
এ জায়গাটি নিয়ে হুমায়ুন কবির ও রহমত উল্লাহদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।
এ বিষয়ে হুমায়ুন কবির বাদী হয়ে রহমত উল্লাহ ও তার ছেলেদের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা মামলা মামলা করা হয়।
পরে মামলাটি মতলব দণি থানায় পাঠানো হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এ এসআই মোহাম্মদ আলী আইনশৃঙ্খলা রার্থে দুপকে স্থিতাবস্থা থাকার জন্য নিষেধাজ্ঞা জারী করা হয়।
ওই নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৩ ডিসেম্বর সকালে বিরোধীয় জায়গায় রোপন কৃত মুল্যবান গাছের চারা কেটে বিনষ্ট করে দেয় প্রতিপরা।
এ ব্যাপারে হুমায়ুন কবির বলেন,আদালতের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করে এবং প্রায় লাধিক
টাকার বিভিন্ন জাতের মুল্যবান গাছের চারা কেটে বিনষ্ট করে দেয়।
রহমত উল্লাহ গাছের চারা কেটে ফেলার বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন,তারা যেখানে গাছের চারা রোপন করছে সে জায়গাটি আমাদের।
তাই আমরা আমাদের জায়গায় আমরা ঘর উঠাবো।
তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন,নিষেধাজ্ঞা অপমান্য করে গাছের চারা কেটে ফেলা ঠিক হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

