ভাটিয়ালপুর চৌরাস্তা টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন
ফরিদগঞ্জ প্রতিনিধি : ভাটিয়ালপুর চৌরাস্তা টোল আদায় বন্ধের দাবিতে ব্যবসায়ী ও জেলেদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ পৌরসভার ওই বাজারে দীর্ঘদিন ধরে চলমান টোল আদায়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যজীবী সমাজ।
তারা এই টোল ব্যবস্থাকে অবৈধ আখ্যা দিয়ে দ্রুত তা বন্ধের দাবি জানিয়েছেন।
রোববার, ৪ মে ২০২৫ বিকেলে ভাটিয়ালপুর চৌরাস্তার প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন
স্থানীয় দোকান মালিক, মাছ ব্যবসায়ী, জেলে এবং মাছের আড়তের কর্মীরা।
বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, কোনো সরকারি অনুমোদন ছাড়াই স্থানীয় একটি প্রভাবশালী মহল বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিতভাবে টোল আদায় করছে। এতে ব্যবসা পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে, যা সরাসরি ভোক্তা পর্যায়েও প্রভাব ফেলছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বারবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা অবিলম্বে অবৈধ টোল আদায় বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ করে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা পরিচালনার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।

