বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও হযরত আলীর স্মরণে দোয়া ও ইফতার
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাট্যাভিনেতা মরহুম মোহাম্মদ আলী এবং তার ভাই মুক্তিযোদ্ধা মরহুম মো.
হযরত আলীসহ তাদের বাবা-মা ও পরিবারের অন্যান্য মৃত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) শহরের হাজী মহসিন রোডের রোজ প্যাটেল-২ টাওয়ারে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদ ও তার
পরিবারের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যেখানে ধর্মীয় ব্যক্তিবর্গসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ আবদুল্লাহ পাটওয়ারী রায়হান, মো. ইয়াকুব আলী, মো. মেহেরাজ, মোহাম্মদ মাহাফুজ, মো. নজীর,
মোহাম্মদ আল-আমিন ও মোহাম্মদ ইউসুফ।
পরে মুনাজাত পরিচালনা করেন মুফতি মো. সিরাজুল ইসলাম। তিনি দোয়ার মাধ্যমে মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন, সেই প্রার্থনা করেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্মৃতি সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, ধর্মপ্রাণ মুসল্লি ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।
বিশেষ মুনাজাতে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, তার ভাই হযরত আলী, পিতা মোহাম্মদ জুলফিকার আলী, মাতা বেগম সৈয়দেন্নেছাসহ সকল মৃত মুক্তিযোদ্ধা, ভাষা শহীদ, আত্মীয়-
স্বজন ও সমগ্র মুসলিম উম্মাহর রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় মরহুম মো. হযরত আলীর জামাতা মোহাম্মদ রিয়াদুল আলম রিয়াদ, প্রয়াত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ছোট ভাই সাংবাদিক শওকত আলী, মো. ওমর আলী বুলবুল, আশ্রাফ
আলী হিরা, বড় ছেলে মো. হাসান আলী সেন্টু, নাতি মোহাম্মদ আবদুল্লাহ হায়ামসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আখেরি মোনাজাতের পর উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের ইফতার পরিবেশন করা হয়।

