বিষ্ণুপুরে বিএনপির সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
স্টাফ রিপোর্টার : বিষ্ণুপুরে বিএনপির সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেল ৪টায় ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে ইউনিয়ন পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টদের বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়াজী এবং সঞ্চালনায় ছিলেন এডভোকেট মো. কাইয়ুম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে মুনির চৌধুরী জানান, ২০০৯ সালে সারা দেশে বিএনপির সদস্যপদ সংগ্রহের কার্যক্রম পরিচালিত হয়েছিল।
সেই উদ্যোগের ভিত্তিতেই তৃণমূল পর্যায়ে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছিল।
তিনি বলেন, “বিগত সরকারের শাসনামলে নানা প্রতিকূলতার কারণে সদস্যপদ সংগ্রহ কার্যক্রমে দীর্ঘদিন ধরে বিরতি ছিল।
এবার সারাদেশে নতুন করে সদস্য সংগ্রহ শুরু হয়েছে, যা দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সদস্যপদ সংগ্রহের সময় সতর্ক থাকতে হবে, যেন বিরোধী পক্ষের কেউ এই ফরম পূরণ করতে না পারে।
দায়িত্বশীলতার সঙ্গে ঘরে ঘরে গিয়ে প্রকৃত সমর্থকদের অন্তর্ভুক্ত করতে হবে।”
চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে মুনির চৌধুরী বলেন, “মানিক ভাই দীর্ঘ ১৫ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন।
তাই এই এলাকায় তাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা বিএনপির সদস্য ও বিষ্ণুপুর ইউনিয়নের সমন্বয়ক শাহনেওয়াজ সরকার মিলন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান,
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন খান এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহ আলম হাওলাদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট মাহমুদুর হাসান কবির,
১নং বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীসহ বিএনপি,
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রাণবন্ত এই অনুষ্ঠানে নেতাকর্মীরা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সফল করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

