বিএনপি নেতা আবুল খায়ের মেম্বারের স্মরণে শাহরাস্তিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাহাঙ্গীর আলম ভূইয়া : বিএনপি নেতা আবুল খায়ের মেম্বারের স্মরণে শাহরাস্তিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ ২০২৫) বিকেলে চিতোষী পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে উপজেলার নুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নুর মোহাম্মদ মোল্লা। বক্তারা আবুল খায়ের মেম্বারের দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ নেতা। একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে তিনি জনগণের সেবা করেছেন। দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্র ও হয়রানির মুখেও তিনি ছিলেন আপোষহীন। মৃত্যু পর্যন্ত তিনি দলের জন্য কাজ করে গেছেন।
সভায় আবুল খায়ের মেম্বারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তার পরিবার ও সহকর্মীদের চোখে স্মৃতিচারণ ছিল আবেগঘন। সাংবাদিক ফয়সাল আহমেদ ব্যক্তিগত স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন দলের একজন আস্থাভাজন নেতা, যিনি সবসময় সততা ও সাহসিকতার সঙ্গে পথ চলেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,
চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম,
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম,
৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মুন্সী,
যুবদল সভাপতি কাজী সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী,
যুবদল নেতা নুর নবী জাহাজী, শাহজাহান ভূঁইয়া, তোফায়েল আহমেদ মোল্লা, শাফায়েত মোল্লা,
৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাছির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাহাজী,
তারেক হোসেন,
ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তফাদার, সহ-সভাপতি সুজন হোসেন,
সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রাকিব,
৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সুজন বেপারী, সহ-সভাপতি শাকিল ও মেশকাত হোসেন শুভসহ এলাকার নেতাকর্মীরা।

