জাহাঙ্গীর আলম প্রধান ॥ মতলব দণি উপজেলার বরদিয়া আড়ং বাজারের বিএডিসি সারের ডিলার হেলাল হোসেন গাজীসহ অন্যান্য বিএডিসি ডিলারেরা সরকারের কাছে আহ্বান করে বলেন, বিসিআইসি সার ডিলার ও খুচরা বিক্রেতাদের সরকার কর্তৃক ভর্তুকি দিয়ে বিভিন্ন প্রকারের সার দিয়ে থাকেন। কিন্তু আমাদের বিএডিসি সারের লাইসেন্স থাকা সত্ত্বেও সরকার আমাদেরকে সার দিচ্ছে না। আমি আশা করব অন্যান্যদের ন্যায় সরকার আমাদেরকে হারাহারি ভাগ করে সার দিবেন। সরকার আমাদের কে সার দিলে আমরা তা সুলভ মুল্যে কৃষকের কাছে বিক্রয় করব বলে আশা করছি। তাদের দোর গোরায় পৌছে দেব বলেও অঙ্গিকার করছি। আমরা বিএডিসি ডিলারের বারংবার সরকারের কাছে আবেদন করেও আমাদের কে সার দিচ্ছেন না। কি কারণে দিচ্ছেন না তা আমাদের জানা নেই। তবে আশা করব সরকার অতিশিগ্রই আমাদের সরকারের ভর্তুকী সার দিবেন। আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি অনুমোদিত বীজ ডিলার। আমার লাইসেন্স নং চাঁদ-২৯৯ মঃ দ্রঃ ৫৬।

