বাবুরহাট-মতলব সড়কে ফের প্রাণহানি: মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত, আহত পরিবার
স্টাফ রিপোর্টার : বাবুরহাট-মতলব সড়কে আবারও মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
রবিবার (২২ জুন) সন্ধ্যায় ডাকঘর এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় মোটরসাইকেল চাপায় পথচারী ওয়াজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন।
একই সঙ্গে মোটরসাইকেল আরোহী রাজু আহমেদ (৪৫), তার স্ত্রী ও ছোট সন্তান গুরুতর আহত হয়েছেন।
নিহত ওয়াজ উদ্দিনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী শিপন খানের বরাতে জানা যায়,
ওয়াজ উদ্দিন ডাকঘর এলাকার একটি মুদী দোকানে চা খেয়ে রাস্তা পার হচ্ছিলেন।
ঠিক তখনই ফরিদগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান এবং মাথায় মারাত্মক আঘাত পান।
মোটরসাইকেল চালক রাজু আহমেদ তার স্ত্রী ও শিশু সন্তানের সঙ্গে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, মোটরসাইকেল আরোহী রাজু আহমেদ ও তার পরিবারকে পরিস্থিতির আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, গত এক মাসের মধ্যে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে ঘটে যাওয়া পাঁচটি দুর্ঘটনায় মোট ছয়জনের প্রাণহানি ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সড়কটি এখন মৃত্যুফাঁদ হিসেবে পরিচিতি পাচ্ছে, যা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিচ্ছে।
নিরাপত্তার অভাবে প্রতিনিয়ত প্রাণহানি ঘটার এই বিষ্ময়কর চিত্র থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ আশা করছে এলাকাবাসী।

