বস্তুনিষ্ঠ সংবাদই চাঁদপুরের উন্নয়নের পথ খুলবে : শেখ ফরিদ আহমেদ মানিক
স্টাফ রিপোর্টার : বস্তুনিষ্ঠ সংবাদই চাঁদপুরের উন্নয়নের পথ খুলবে, বলে মন্তব্য করেছেন শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, “সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন,
তাদের দিকে কোনো রক্তচক্ষু তোলা যাবে না। যদি আমাদের কোনো ভুল থাকে, তা সরাসরি বলবেন।
সংকোচের কোনো কারণ নেই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই দেশ ও সমাজ এগিয়ে যাবে, আর সে কাজে আমরা সবসময় সাংবাদিকদের পাশে থাকব।”
গতকাল শনিবার দুপুর ১২টায় শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে চাঁদপুর টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, “আপনারা দীর্ঘদিন ধরে এমপি-মন্ত্রীসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাক্ষী হয়েছেন।
সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি যেমন—মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো ইস্যুতে লিখে আসছেন।
আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ ও সুন্দর পরিবেশ পাক। এ লক্ষ্য পূরণে সাংবাদিকদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চাঁদপুরের অগ্রযাত্রা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই ত্বরান্বিত হবে। আপনাদের মতামত ও পরামর্শ আগামীর সুন্দর চাঁদপুর গড়ে তুলতে আমাদের কাজে লাগবে।”
সভায় তিনি আরও উল্লেখ করেন, অনেক সময় দল ও সংগঠনের নানা কার্যক্রম মিডিয়ায় আসে না, তবে উন্নয়ন ও কল্যাণমূলক কাজ অব্যাহত রয়েছে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম বক্তব্য রাখেন।
উপস্থিত অতিথি বৃন্দ
এসময় উপস্থিত ছিলেন—চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ বিভিন্ন টেলিভিশনের সংবাদকর্মীরা।
তাঁদের মধ্যে ছিলেন আরটিভির শরীফ চৌধুরী, বাংলাভিশনের রহিম বাদশা, ইনকিলাবের স্টাফ রিপোর্টার বি. এম. হান্নান,
যুগান্তরের মির্জা জাকির, এসএ টিভির জি. এম. শাহীন, চ্যানেল ২৪ এর আল ইমরান শোভন, মাই টিভির মুনাওয়ার কানন, নেক্সেস টিভির লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, নিউজ ২৪ এর খোকন কর্মকার, সময় নিউজের ফারুক আহমদ, মোহনা টিভির রফিকুল ইসলাম বাবু, বৈশাখী টিভির ওয়াদুদ রানা, দীপ্ত টিভির ইব্রাহীম রনি, বিজয় টিভির সোহলে রুশদী, একুশে টিভির নেয়ামত হোসেন, এখন টিভির তালহা জুবায়ের, চ্যানেল আই এর মোরশেদ আলম, ডিবিসির নজরুল ইসলাম আতিক, এনটিভির শরীফুল ইসলাম, এটিএন নিউজের বিল্লাল ঢালী, বাংলা টিভির রহমান রুবেল, আনন্দ টিভির এইচ. এম. নিজাম, ইনডিপেনডেন্ট টিভির মনিরুজ্জামান বাবলু, নাগরিক টিভির অমরেশ দত্ত জয় এবং ৭১ টিভির আলআমিন ভূঁইয়াসহ আরও অনেকে।

