ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ
মো. মহিউদ্দিন : ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ। চাঁদপুরের ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ শাহ মো. মাছুম বিল্লাহ বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার আগমনে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং অন্যান্য কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানান ইত্তেফাক প্রতিনিধি ও চাঁদপুর সংবাদের ব্যুরো ইনচার্জ সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন। এছাড়াও চান্দ্রা গার্লস স্কুলের বিএসসি শিক্ষক এমরান হোসেন উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ শাহ মো. মাছুম বিল্লাহ এর আগে চাঁদপুর সরকারি কলেজ, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ এবং শেরপুর সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ, পরীক্ষার হলসহ পুরো ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের বিষয়ে তিনি কঠোর মনোভাব প্রকাশ করেন। এছাড়াও শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণের পরিকল্পনা গ্রহণ করবেন বলে জানান। একইসাথে, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের নিয়ে একটি বৈঠক আয়োজনেরও সিদ্ধান্ত নেন।
অধ্যক্ষ শাহ মো. মাছুম বিল্লাহ তার দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কলেজের শিক্ষার আধুনিকায়ন ও মানোন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

