ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ইউএনও সুলতানা রাজিয়া
মো: মহিউদ্দিন : ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ইউএনও সুলতানা রাজিয়া। সোমবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া আনুষ্ঠানিকভাবে পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এ দায়িত্ব গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসানের কাছ থেকে, যিনি গত সাড়ে আট মাস ধরে এই দায়িত্ব পালন করে আসছিলেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা প্রকৌশলী মো. আবরার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের এবং পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তরের এই প্রক্রিয়াটি শান্তিপূর্ণ এবং প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়।
নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে সুলতানা রাজিয়া পৌরসভার সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

