ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. হোসেন (৫২) ও বেলায়েত হোসেন (৫২)।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান। তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রথম অভিযানে রোববার ভোরে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা শাহরাস্তি উপজেলার জাদবপুর এলাকায় অভিযান চালিয়ে বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, শনিবার (১২ জুলাই) রাতে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় পরিচালিত অভিযানে মো. হোসেন নামের আরেক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকসহ তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ভূমিকা এলাকাবাসীর মধ্যে স্বস্তি তৈরি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, এই ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব হবে।

