ফরিদগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ফরিদগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ফরিদগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসীফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগীরা

ফরিদগঞ্জ পৌরসভার অন্তর্গত কেরোয়া ও মিরপুর গ্রামের মাঝ দিয়ে চলাচলকারী আঞ্চলিক সড়কের করুণ অবস্থা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসব সড়কের জরুরি সংস্কারের দাবিতে দুই গ্রামের অসংখ্য বাসিন্দা একত্রিত হয়ে মানববন্ধনে অংশ নেন।

সোমবার (৪ আগস্ট) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়ক সংস্কারের দাবিতে নানা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অবস্থান নেন।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি মজিবুর রহমান দুলাল।

এছাড়া বক্তৃতা দেন স্থানীয় ব্যক্তিবর্গ—মো. ইউনুস ব্যাপারী, লেয়াকত আলী পাটওয়ারী, জয়নাল হোসেন,

হুমায়ুন কবির, ফারুক মিজি, বিল্লাল হোসেন পাটওয়ারী এবং মো. শরীফ হোসেন।

বক্তারা বলেন, ফরিদগঞ্জ বাজার থেকে কেরোয়া ও মিরপুরে যাওয়া আঞ্চলিক সড়কগুলোর বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে, যা যান চলাচলের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অবহেলিত এই সড়কগুলোর অবস্থা এখন একেবারে বিপজ্জনক, যেন মরন ফাঁদ। তারা সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত হস্তক্ষেপ করে অবিলম্বে সংস্কার কাজ শুরু করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সড়ক সংস্কারের বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে তারা আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *