ফরিদগঞ্জে যুবদল নেতা মাহবুব মোল্লার উদ্যোগে ইফতার

ফরিদগঞ্জে যুবদল নেতা মাহবুব মোল্লার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

1741531123650ফরিদগঞ্জে যুবদল নেতা মাহবুব মোল্লার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে যুবদল নেতা মাহবুব মোল্লার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ সুবিদপুর মোল্লা বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মহতী আয়োজনের উদ্যোক্তা ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি ও সৌদি আরব দাম্মাম প্রাদেশিক যুবদলের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মাহবুব মোল্লা সোহাগ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব এম এ হান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

এম এ হান্নান আরও উল্লেখ করেন, কিছু মহল তার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সকল বিভেদ ভুলে গঠনতান্ত্রিকভাবে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানান। এছাড়া, মাহবুব মোল্লার এমন প্রশংসনীয় আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোঃ ইউনুছ, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি মজিবুর রহমান দুলাল, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য মনির পাটোয়ারী এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, ইউপি বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মিয়াজী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী মোল্লা, বিএনপি নেতা সেলিম হাজী, উপজেলা কৃষক দলের সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি ডাঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হারুন গাজী, সিনিয়র সাধারণ সম্পাদক কামরান হোসেন রিপন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক জামাল সদাগর ও সদস্য সচিব জসিম পাটোয়ারী।

উপস্থিত নেতৃবৃন্দ

এছাড়া, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সহ-সভাপতি মাহবুব মোল্লা সোহাগ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সাংগঠনিক সম্পাদক রুবেল, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, ছাত্রদল নেতা ইমাম হোসেন সুজন, সাইফুল ইসলাম বেপারী, ইউপি ছাত্রদলের সভাপতি মনির হোসেন, ছাত্র নেতা সাগর মোল্লা, কাউছার মোল্লা, জামিল হোসেন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ইফতার ও দোয়া মাহফিল এলাকার যুব সমাজ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করেছে। মাহবুব মোল্লা সোহাগের উদ্যোগে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *