ফরিদগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই
মো: মনির হোসেন : ফরিদগঞ্জে শনিবার (২৩ আগস্ট) দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোহাম্মদ সাদেক হাজীর বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হর্নি দুর্গাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। অগ্নিকাণ্ডটি ঘটার সময় ঘরে ছিলেন সাদেক হাজীর পুত্রবধূ। তিনি ভেতরের রুম থেকে তিন মাসের শিশু নাতনি ও সন্তানকে উদ্ধার করেন। দুর্ভাগ্যবশত, শিশুর শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরে তাকে দ্রুত মেডিকেলে প্রেরণ করা হয়।
ঘরের পুরো মালামাল ও বসতঘর পুড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ প্রায় ৬–১০ লাখ টাকা অনুমান করা হচ্ছে। সাদেক হাজী দুঃখ প্রকাশ করে বলেন, “আমার ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে, এখন আমাদের খোলা আকাশের নিচে থাকা ছাড়া কোনো উপায় নেই।”
স্থানীয়দের উদ্যোগে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুল হাসান জানান, তারা ত্রিফল নাইন লাইনে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে যান। কিন্তু আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে, তাই ফায়ার সার্ভিসের ইউনিট পরে স্টেশনে ফিরে আসে।
স্থানীয়রা বলছেন, এই দুর্ঘটনা আবারও পরিবারের নিরাপত্তা ও বৈদ্যুতিক সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছে।

