ফরিদগঞ্জে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মেধাবৃত্তি ও সংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদগঞ্জে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মেধাবৃত্তি ও সংস্কৃতিক অনুষ্ঠান

প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মেধাবৃত্তি ও সংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মেধাবৃত্তি ও সংস্কৃতিক অনুষ্ঠান। মাদকমুক্ত সমাজ গড়া ও মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবীদের এগিয়ে নেয়ার প্রত্যয় নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি এ কে এম সালাহউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী সারিনা আলম কনস্ট্রাকশন এর চেয়ারম্যান ও সিইও সামছুল আলম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসেন বাহার, গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, গল্লাক দারুস সুন্নাত মাদ্রাসার অধ্যক্ষ মাও. আ. রব, সাংবাদিক ইসমাইল হোসেন সিরাজী। আলোচনা শেষে এই অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা ও মেধাবী শিক্ষার্থীদের সম্মননা প্রদান করা হয়।

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *