ফরিদগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারাল ১২ বছরের শিশু সিহাব
ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারাল ১২ বছরের শিশু সিহাব। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশীয়ালী ইষাদী বাড়ির পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারায় ১২ বছর বয়সী সিহাব।
সিহাব ওই এলাকার এনায়েত হোসেনের ছেলে এবং শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, সিহাব ছোটবেলা থেকেই খিঁচুনিজনিত রোগে ভুগছিল। ঘটনার দিন দুপুরে সে একাই বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় হঠাৎ খিঁচুনির প্রভাবে সে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে পুকুরে ভেসে থাকতে দেখে তৎক্ষণাৎ উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিহাবের চাচা এবং উপজেলা যুবদলের নেতা সুমন বলেন, “আমার ভাতিজা দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে ভুগছিল। আজ গোসল করার সময় হঠাৎ খিঁচুনি ওঠে, তারপর আর উঠতে পারেনি। হাসপাতালে নেওয়ার পর জানা গেল সে আর বেঁচে নেই।”
হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকার মানুষও শিশুটির মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

