ফরিদগঞ্জে নিষিদ্ধ কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে নিষিদ্ধ কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জেলার ফরিদগঞ্জে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সরকার নিষিদ্ধ ঘোষিত ১৩ কেজি কার্বোফুরান জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার কালিরবাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া। অভিযানে সহযোগিতা করে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের একটি যৌথ টিম।
উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার জানান, স্থানীয় কীটনাশক ও সার বিক্রেতা মো. জহিরুল ইসলাম ভূঁইয়ার মালিকানাধীন ‘মেসার্স মা ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠান থেকে ১৩ কেজি নিষিদ্ধ কার্বোফুরান উদ্ধার করা হয়। এছাড়া, মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও ভেজাল সারও পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত কীটনাশক ও সার গভীর গর্ত করে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফাহিম হাসান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মজনুন বাহার ও সজীব সরকার। এছাড়া, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির উদ্দীনের নেতৃত্বে একটি দল এবং এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।
কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার জানান, কীটনাশক ও সার বিক্রেতাদের বারবার নিষেধ করা হলেও তারা নিষিদ্ধ পণ্য বিক্রি থেকে বিরত থাকছেন না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

