ফরিদগঞ্জে নিরীহ পরিবারের ওপর

ফরিদগঞ্জে নিরীহ পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

ফরিদগঞ্জে নিরীহ পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

ফরিদগঞ্জে নিরীহ পরিবারের ওপরফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে নিরীহ পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যেখানে ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) বিকেলে পশ্চিম পোয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, পশ্চিম পোয়া এলাকার জমাদ্দার বাড়ির মোস্তফা গংদের সঙ্গে একই বাড়ির আল আমিন গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন পারিবারিক একটি পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে, পূর্বশত্রুতার জেরে আল আমিন ও তার সহযোগীরা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মোস্তফা জমাদ্দার, তার স্ত্রী সালমা বেগম ও গৃহবধূ রাজিয়া সুলতানার ওপর হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত আল আমিনের বক্তব্য, “এর আগে মোস্তফা গংরা আমার বাবা ও আমাকে মারধর করেছিল, তাই এ ঘটনা ঘটেছে।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আল আমিন পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তারা আরও জানান, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিরীহ একটি পরিবারের ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এসআই আমজাদকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Daily Chandpur Sangbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *